মুম্বই: ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে টি ২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে ভারত। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা দারুণ করেন রোহিত শর্মা ও কেএল রাহুল। তাঁদের জুটিতে ওঠে ১৩৫ রান। রোহিত করেন ৭১ রান। রাহুল ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন। দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ড্রেসিংরুম থেকেই ছোট্ট মেয়ের সঙ্গে ইশারায় রোহিতের কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এল। গ্যালারিতে রোহিতের স্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। ড্রেসিংরুম থেকে মেয়ের সঙ্গে আকারে-ইঙ্গিতে কথা বলেন তিনি। ভিডিওটি মুম্বই ইন্ডিয়ান্স তাদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। ভিডিওটি নিয়ে রোহিতের অনুরাগীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।