গায়ানা: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (T20 Cricket) আবার নজির গড়লেন সূর্যকুমার (Suryakumar Yadav) । গতকাল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। আর এর সঙ্গে সঙ্গেই কুড়ির ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১০০ ছক্কার মালিক হয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। এভিন লুইসের পর বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন সূর্য।
নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৪৯ তম ইনিংসে এসে ১০০ তম ছক্কা হাঁকালেন সূর্যকুমার। এভিন লুইস তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৪২ তম ইনিংসে ১০০ টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়েছিলেন। উল্লেখ্য়, নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পর এই ডানহাতি মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। বিশ্ব ক্রিকেটে ১৩ নম্বরে রয়েছেন তিনি।
গতকাল সূর্যকুমার ১৮৮-র অধিক স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮৩ রানের একটি ধুঁয়াধার ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলকের এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চত করে দেয়। তিলক ভার্মা ৪৯ রান করে অপরাজিত থেকে যান। সূর্য শতরান হাতছাড়া করলেও, শেষমেশ ২০ রানে অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ''যদি সত্যি কথা বলতে হয়, তবে আমি নিজেও জানি যে আমার ওয়ান ডে পারফরম্যান্স একদমই ভাল নয়। আমার এটা বলতে কোনও দ্বিধা নেই। আমাকে ওয়ান ডে ফর্ম্যাটে আরও উন্নতি করতে হবে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় আমাকে বলেছেন যে এই ফর্ম্যাটে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে আমার।''
বিশ্বকাপে ভারতীয় দলের স্কিম অফ থিঙ্কসে রয়েছে সূর্য। মুম্বই তারকা আরও বলেন, "কোচ অধিনায়কের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা চাইছেন শেষ ১০-১৫ ওভার দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারি যাতে। টিম ম্যানেজমেন্ট চাইছে আমি যাতে ৪৫-৫০ বল ক্রিজে থেকে খেলতে পারি। শেষের ১৫-১৮ ওভার পর্যন্ত খেলতে পারলে নিজের মনের মত শট খেলার স্বাধীনতা পাব আমি।''
উল্লেখ্য়, গতকাল ওয়েস্ট ইন্ডিজের ১৬০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে তিনি রান পাননি। তাই বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) টি-টোয়েন্টি ব্যাটারের ফর্ম নিয়ে সমর্থকরা খানিকটা চিন্তায় ছিলেন। প্রয়োজনের দিনে অনবদ্য অর্ধশতরান করে সূর্যকুমার নিজের দক্ষতা আবারও প্রমাণ করে দিলেন।