এর আগে অনুমান করা হচ্ছিল যে, হায়দরাবাদে দ্বিতীয় টেস্টের দলে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন ময়াঙ্ক। কিন্তু তেমন কিছুই হল না। কাজেই ভারতীয় দলের হয়ে অভিষেকের জন্য ময়াঙ্ককে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
গত ম্যাচের মতো হায়দরাবাদ টেস্টেও মিডল অর্ডারে থাকছেন অধিনায়ক কোহলি, চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে।
রাজকোটে জিতে এমনিতেই ১-০ এগিয়ে রয়েছে ভারত। এবার হায়দরাবাদে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশই লক্ষ্য টিম ইন্ডিয়ার। রাজকোটে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল।
ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), চেতেশ্বর পূজারা, পৃথ্বী শ, ঋষভ পন্ত, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ সামি, শার্দূল ঠাকুর।