রাজকোটে: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন পৃথ্বী শ। ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেছেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ। তবে একইসঙ্গে তাঁর প্রাক্তন ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগের সঙ্গে পৃথ্বীর তুলনা নিয়ে ভাবনাচিন্তা করে দেখা দরকার বলেও মন্তব্য করেছেন গম্ভীর।
তিনি বলেছেন, বীরুর সঙ্গে পৃথ্বীর তুলনা করার আগে দুবার ভাবতে হবে। আসলে কারুর সঙ্গে কারুর তুলনাই করা উচিত নয়। পৃথ্বী সবে কেরিয়ার শুরু করেছে এবং ওর এখনও অনেক পথ চলা বাকি। আমি কখনওই তুলনায় বিশ্বাসী নয়।
গম্ভীর আরও বলেছেন, পৃথ্বী ওর মতো, সহবাগেরও নিজস্বতা রয়েছে। পৃথ্বী কেরিয়ার শুরু করেছে এবং সহবাগ ১০০ টেস্ট খেলেছে।
গম্ভীর বলেছেন, নিঃসন্দেহে পৃথ্বী সবার নজর কেড়েছে। ও একজন প্রতিভা, সেজন্যই ও আন্তর্জাতিক ম্যাচ খেলছে। খুব ভালোভাবে কেরিয়ার শুরু করেছে পৃথ্বী। কিন্তু এখন ওর সামনে আরও বড় এবং কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।