কলকাতা: টি-২০ সিরিজের শেষ ম্যাচে ইডেনে খেলবেন না বিরাট। আজ সকালেই শহর ছেড়েছেন কোহলি, খবর টিম হোটেল সূত্রের। ব্যক্তিগত কারণেই খেলবেন না সিরিজের শেষ ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে বললেন, 'ক্রিজে গিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করেছি। নিজের শট খেলতে চেয়েছি আর সেই কারণে আমি খুশি। দীর্ঘদিন ধরে দায়িত্বশীলভাবে খেলার পর শুরুতেই বড় শট খেলা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ঝুঁকিপূর্ণ শট না খেললেও নিজের শট খেলতে চায় সকলেই। এই ভারসাম্য সবাই দেখাতে চায়।'
ইডেন যেন তাঁর কাছে স্বস্তির মঞ্চ হয়ে দাঁড়িয়েছে বারবার। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফসেঞ্চুরি করে ভিআইপি বক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অনুষ্কা শর্মার দিকে চুম্বন ছুড়ে দেওয়া ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত হয়ে রয়েছে। টেস্টে তাঁর শেষ সেঞ্চুরিও এই মাঠে। ২০১৯ সালে, বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে।
শুক্রবার সেই ইডেনেই ছন্দে ফিরলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১ বলে ৫২ রান করলেন সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ইনিংস ভারতীয় ইনিংসকে দৃঢ়তা দিল। আর ভারতকে বড় স্কোরে পৌঁছে দিল শেষ দিকে ঋষভ পন্থ ও বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ঝড়। পন্থ ২৮ বলে ৫২ রানে অপরাজিত রইলেন। ১৮ বলে ৩৩ রান করে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বেঙ্কটেশ আইয়ার।
রান তাড়া করতে নেমে,
শেষ ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন তখন ২৫ রান। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের আপার টিয়ারে হাজির কয়েকশো দর্শক ধরেই নিয়েছিলেন, হাসতে হাসতে ম্যাচ জিতবে ভারত। কিন্তু হর্ষল পটেলকে পরপর দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ জিইয়ে রেখেছিলেন রভম্যান পাওয়েল। সেই পাওয়েল, ব্যক্তিগত ৩৮ রানের মাথায় যাঁর ক্যাচ ফেলেছিলেন ভুবনেশ্বর কুমার। সিএবি কর্তারা যেন খুশিই হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের জয় মানে যে সিরিজ ১-১ হয়ে যাওয়া। আর রবিবার অর্ধেক ভরা ইডেনের সামনে সিরিজের ফয়সালা হওয়ার মাহেন্দ্রক্ষণ।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর স্বপ্নের সলিলসমাধি ঘটিয়ে দিল ভারত (Ind vs WI)। ৮ রানে ক্যারিবিয়ান-বধ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় সম্পন্ন করে ফেলল টিম ইন্ডিয়া।