হারারে: প্রথম ওয়ান ডেতে ১০ উইকেটে জিম্বাবোয়েকে পর্যদুস্ত করার পর আজ শনিবার (২০ অগাস্ট) দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs ZIM 2nd ODI) নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচে জিতলেই ভারত সিরিজ নিজেদের নামে করবে। প্রথম ইনিংসের পরে পরিস্থিতি যা, তাতে ভারত আজ সিরিজ না জিতলেই বরং সেটা বিস্ময়ের হবে।


চাহারের বদলে শার্দুল


সিরিজের প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। আগের ম্যাচের মতোই ভারতীয় বোলাররা প্রথম ইনিংসে দাপট দেখাল। মাত্র ১৬১ রানে গুটিয়ে দিল জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংস। গত ম্য়াচের সেরা দীপক চাহার এই ম্যাচে মাঠে নামেননি। তাঁর বদলে এদিন ভারতীয় একাদশে সুযোগ পান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। চাহারের চোটের বিষয়ে রাহুল বিস্তারিত না জানালেও, সম্ভবত হালকা চোট পেয়েছেন চাহার। চাহার নেই তো কী, চাহারের মতোই সুযোগ পেয়ে বল হাতে জ্বলে উঠলেন শার্দুল। তিনিই ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন।


 






এছাড়া ভারতের ব্যবহার করা বাকি পাঁচ বোলার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর পটেল, কুলদীপ যাদব ও দীপক চাহার, একটি করে উইকেট নেন। জিম্বাবোয়ের বাকি দুই উইকেট রান আউটে পড়েছে। গত ম্যাচের ভুল শুধরাতে এদিন জিম্বাবোয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও কাইতানো। ৮ ওভারে ওঠে মাত্র ২০ রান। তবে তাতে লাভের লাভ খুব বেশি কিছু হয়নি। সিরাজ কাইতানোকে ৭ রানে ফেরানোর পরেই চার রানের ব্যবধানে পরবর্তী তিন উইকেট পড়ে জিম্বাবোয়ের। বল হাতে এই সময়ই এক ওভারে দুই উইকেট নেন শার্দুল।


উইলিয়ামস-বার্লের লড়াই


এরপর জিম্বাবোয়ের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা সিন উইলিয়ামস এবং সিকন্দর রাজা ইনিংসের হাল ধরার চেষ্টা করেন বটে। দুইজনে মিলে পঞ্চম উইকেটে ৪১ রান যোগও করেন। তবে রাজা ১৬ রানের বেশি করতে পারেননি। উইলিয়ামস কার্যত একাই লড়ছিলেন। তবে তাঁর ৪২ রানের সুন্দর ইনিংস থামান হুডা। জিম্বাবোয়ের হয়ে শেষের দিকে রায়ান বার্ল কিছুটা লড়াই চালান বটে। তবে তাতে রান খুব বেশি বাড়েনি। শেষমেশ পাঁচ রানের ব্যবধানে দুই রান আউটে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস। ৩৯ রানে অপরাজিতই থেকে যান বার্ল। ১৬২ রান করা ভারতীয় দলের জন্য খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। এবার সব নজর ভারতীয় ওপেনারদের দিকে। গত ম্যাচে ব্যাট পাননি, এই ম্যাচে প্র্যাক্টিসের জন্য অধিনায়ক রাহুল ওপেন করেন কি না, সেটাই দেখার বিষয়। 


আরও পড়ুন: শতরানের গণ্ডি পার করেই ষষ্ঠ উইকেট হারাল জিম্বাবোয়ে