হারারে: জিম্বাবোয়ে সিরিজের শুরু থেকেই একের পর এক সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। একে তো জলের সমস্যা, তার ওপর এবার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মৌমাছির (Bee) কামড়ে অতিষ্ট হতে হল ঈশান কিষাণকে (Ishan Kishan)। গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ই মৌমাছির অতর্কিত আক্রমণ। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 


ঠিক কী হয়েছিল?


গতকাল ম্যাচের আগে দুই দলই জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়েছিল। চলছিল ভারতের জাতীয় সঙ্গীত। সেই সময় ক্যামেরা এক এক করে ভারতীয় দলের সদস্যদের দেখান। যখন ঈশান কিষানকে ক্যামেরায় আনা হয় তখন দেখা যায় একটি পোকা তাঁকে বিরক্ত করছে। প্রথমে গালে ও তারপর সেখান থেকে উড়ে সোজা গিয়ে পড়ে ঈশানের কানে। সঙ্গে সঙ্গে ছটখট করে ওঠেন তিনি। লাফিয়ে পোকা তাড়াতে উদ্যত হন। তাঁর পাশে থাকা কুলদীপ যাদবও কিছুটা অপ্রস্তুতের মধ্যে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পোকাটা পালিয়ে যায়। সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানারকম মন্তব্য করতে থাকেন। অনেকেই ঈশান কিষাণকে ট্রোল করেন। আবার অনেকেই বলেন যে এমন পরিস্থিতিতে বাঁহাতি ভারতীয় ব্যাটারের আর কিছু করার ছিল না। তবে জিম্বাবোয়ে সফরে প্রথম ম্যাচ জয় বোধহয়  



দুর্দান্ত জয় দিয়ে শুরু


২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। একটা সময় ৮৩/৬ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেখান থেকে রেগিস চাকাভা (৫১ বলে ৩৫ রান), ব্র্যাড ইভান্স (২৯ বলে ৩৩ অপরাজিত) ও রিচার্ড নারাভা (৪২ বলে ৩৪ রান) লড়াই করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। তবে ধবন-গিল দাপটে জিম্বাবোয়ের স্কোর সহজেই পেরিয়ে যায় ভারত। শনিবার, এবার দ্বিতীয় ওয়ান ডেতে ফের একই মাঠে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে।


আরও পড়ুন: গিলের মধ্যে এই প্রাক্তন অজি ক্রিকেটারের ছাপ দেখতে পাচ্ছেন সলমন বাট