নয়াদিল্লি: আগামীকাল, বৃহস্পতিবার (১৮ অগাস্ট) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ (India vs Zimbabwe ODI Series)। এই সিরিজে বেশিরভাগ ভারতীয় সিনিয়রদেরই বিশ্রাম দেওয়া হলেও, চোট ও করোনা সারিয়ে বহুদিন পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। সিরিজের জন্য রাহুলকে অধিনায়কও ঘোষিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল তিনি দলের হয়ে কত নম্বরে ব্যাট করতে নামবেন।


রাহুল সাধারণত টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের হয়ে ওপেন করলেও, ওয়ান ডেতে কিন্তু হালে মিডল অর্ডারেই ব্যাট করেছেন। এই সিরিজে রাহুল ছাড়াও ভারতীয় দলে ওপেনিংয়ের একগুচ্ছ বিকল্প রয়েছে। শুভমন গিল (Shubman Gill) ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেন করেই সিরিজ সেরার পুরস্কার জেতেন। এছাড়া ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়ও ওপেনিং করেন। ধবনের দলে ওপেনার হিসাবে জায়গা নিশ্চিত। তাহলে এবার প্রশ্ন হল, শেষ পর্যন্ত হারারেতে প্রথম ওয়ান ডেতে কাকে তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে? ঘুরিয়ে ফিরিয়ে দুই বিকল্পই সামনে আসছে, হয় রাহুল না হয় গিল।


ওপেনিংয়ে রাহুল না গিল?


এই বিষয়ে প্রাক্তন ভারতীয় তারকা কোনও রাখঢাক না করেই স্পষ্টভাবে নিজের মতামত জানিয়ে দিলেন। তিনি বলেন, 'কেএল রাহুল ভারতের হয়ে আগেও ওয়ান ডেতে পাঁচ নম্বরে ব্যাট করেছেন। তবে ম্যাচ প্র্যাক্টিস চাইলে তিনি চাইলে ওপেন করতেই পারেন। গিলও কিন্তু ভাল ফর্মে রয়েছে। ধবনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ও ভাল পার্টনারশিপ গড়েছিল। সুতরাং, ওঁদের দুইজনকে ওপেন করিয়ে, রাহুল তিনে নামতে পারেন। ওঁ বহুদিন বাইরে ছিল, তাই ম্যাচ প্র্যাক্টিসও গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক রাহুল, তাই সিদ্ধান্তও ওঁই নেবে। তবে আমার মতে ধবন এবং গিল ভাল খেলেছে এবং ওঁদেরই ওপেন করা উচিত। এই সফরে রাহুল তিনে নামতেই পারেন।' 


আরেক প্রাক্তনী আকাশ চোপড়া মনে করছেন গিল ওপেনিংয়ে সুযোগ পাবেন না। 'ওয়েস্ট ইন্ডিজে গিল যেমন পারফর্ম করেছে, তারপর ওকে দলে রাখতেই হয়। তবে আমার মনে হচ্ছে ও ওপেনার হিসাবে খেলবে না। রাহুল অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন, আমার মতে ধবনের সঙ্গে ওঁই ওপেন করবেন। এখানে আমি অন্যকিছু চাইলেও, কিছু করার নেই। রাহুল যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন, তবে ওঁ তো আইপিএলের পর থেকে খেলেইনি। সুতরাং, ওর খেলাটা দরকার এবং ওপেনিং করাটা ওঁর জন্য লাভদায়ক। রাহুল-ধবন ওপেন করলে স্বাভাবিকভাবেই গিল তিন নম্বরে ব্যাট করবেন।'


জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-


কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।


আরও পড়ুন: ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে দুইবার অজিদের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত, ঘোষিত সূচি