বার্মিংহাম: এজবাস্টনে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) গোল্ড মেডেল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। চ্যালেঞ্জ ছিল নিজেদের অতীতের ফাইনালের হতাশা ভুলে দেশের হয়ে সোনা জেতার। সেই লক্ষ্যে পূরণ করতে  হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দল।


মুনির অর্ধশতরান


এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলিকে সাত রানে ফিরিয়ে দিয়ে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রেণুকা সিংহ। তবে আরেক ওপেনার বেথ মুনিকে সঙ্গে নিয়ে অজি অধিনায়ক মেগ ল্যানিং দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ইনিংসকে স্থায়িত্ব প্রদান করেন। ৩৬ রানে রান আউট হন মেগ। এরপর থালিয়া ম্যাকগ্রাও অল্প রানে ফেরার পর অ্যাশলে গার্ডনার বেথ মুনির সঙ্গে চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেন। মুনি দুরন্ত ৬১ রান করেন, গার্ডনার করেন ২৫ রান।


ম্যাচের শেষের দিকে ভারতীয় দল ভাল কামব্যাক করে অস্ট্রেলিয়াকে আট উইকেটে ১৬১ রানেই থামিয়ে দেয়। রেণুকা ও স্নেহ রানা দুইটি করে উইকেট নেন। জবাবে শুরুতেই ইনফর্ম স্মৃতি মান্ধানাকে ছয় রানে ফেরান ডার্সি ব্রাউন। শেফালি ভার্মাও কিছুটা দায়িত্বজ্ঞানহীন ভাবে একবার জীবনদান পেয়েও গার্ডনারের বিরুদ্ধে বড় শট মারতে যান এবং আউট হন। ২২ রানে দুই উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় ভারত। এই সময়ই দলের জেমাইমা রডরগিজের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত।


হরমনপ্রীত-জেমাইমার পার্টনারশিপ


হরমনপ্রীত ও জেমাইমা তৃতীয় উইকেটে দুরন্ত ৯৬ রান যোগ করেন। হরমনপ্রীত আগ্রাসী ভঙ্গিমা নেন, তো জেমাইমা তাঁকে স্ট্রাইক দিয়ে এক রান দুই রান করে স্কোরবোর্ড এগোতে থাকেন। কিন্তু জেমাইমা ৩৩ রানে আউট হতেই শুরু হয় ধ্বস। তিন রানে তিন উইকেট হারায় ভারত। হরমনপ্রীতও ৬৫ রানে সাজঘরে ফেরেন। নিরন্তর উইকেট হারিয়ে এক সময় ১১৮ রানে দুই থেকে ১৪৯ রানে আট উইকেট হারিয়ে ফেলে ভারত। শেষমেশ ১৫২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। নয় রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।


আরও পড়ুন: ভারতীয় স্পিন ত্রয়ীর দাপটে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ৮৮ রানে জিতল টিম ইন্ডিয়া