ক্যান্টারবেরি: সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বুধবার জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নেবে ভারত। আর সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।


ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। তাঁর অপরাজিত ১৪৩ রানের ইনিংসের সুবাদে অ্যামি জোনসদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।


১১১ বলে অপরাজিত ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হরমনপ্রীত। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করলেন না ভারতীয় দলের অধিনায়ক। মারলেন ১৮টি চার এবং ৪টি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে শেষ চার ওভারে ভারতীয় দল তুলল ৭১ রান।


১০০ বলে এক দিনের ক্রিকেটে নিজের পঞ্চম শতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন হরমনপ্রীত। সে সময় তাঁর স্ট্রাইক রেট ছিল ৪০০। শেষ দিকে হরমনকে যোগ্য সঙ্গত করলেন বাংলার দীপ্তি শর্মা। তাঁর ন’বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি চার। হরমনপ্রীতের সঙ্গে তাঁর জুটিতে ৫০ রান উঠল ওভার প্রতি ১৭.৭৫ রানের গড়ে। যা মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ। সেদিক থেকে রেকর্ড গড়ল এই জুটি।






ব্যাট হাতে সফল সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাও। ওপেন করতে নেমে স্মৃতি করলেন ৫১ বলে ৪০ রান। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। বুধবারের দিন-রাতের ম্যাচে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী অবশ্য হার্লিন দেওল। অলরাউন্ডার হার্লিন ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে করলেন ৭২ বলে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত তুলল ৩৩৩/৫। রান তাড়া করতে নেমে বিপাকে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.১ ওভারে ৬৯ রানে ৩ উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড।


আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ