কলকাতা : হিন্দু ধর্মে তুলসি গাছকে (Tulsi Plant) অত্যন্ত পবিত্র (Holy) বলে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসি গাছ রয়েছে। তাতে বাড়ির মহিলারা ধূপ দেখিয়ে নিয়মিত পুজো করেন। কারণ এমনটা বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসি গাছ থাকে সেখানে কোনও সমস্যা হয় না। এর যত্ন নিলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। কিন্তু, এই গাছের কাছে কিছু জিনিস রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী (According to Vastu Shastra), তুলসি গাছ রাখার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি না মানলে বাড়িতে সমস্যা দেখা দেয়। ঘরে দারিদ্রও দেখা দিতে পারে।


কী কী জিনিস রাখবেন না তুলসি গাছের কাছে ?



  • তুলসি গাছ খুবই পবিত্র। তাই এর আশপাশে কখনই ময়লা ছড়াবেন না। তুলসির পাত্রের কাছে ডাস্টবিন রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে দারিদ্র আসে।

  • এছাড়া জুতো বা চপ্পল কখনই তুলসির চারপাশে রাখা উচিত নয়। তুলসিকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, তুলসির কাছে জুতো বা চপ্পল রাখলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন।

  • শিবলিঙ্গ কখনই তুলসি পাত্রে রাখা উচিত নয়। বিশ্বাস অনুসারে, পূর্বজন্মে তুলসির নাম ছিল বৃন্দা। যিনি ছিলেন জলন্ধর নামে এক অসুরের স্ত্রী। ভগবান শিব এই অসুরকে বধ করেছিলেন। সেই থেকে শিবকে তুলসি থেকে দূরে রাখা হয়।

  • ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এমন গাছ রাখলেও তুলসি গাছের কাছে একেবারেই রাখবেন না। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে।

  • সর্বোপরি, ভুলেও তুলসির কাছে ঝাড়ু রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে দারিদ্র আসে।


আরও পড়ুন ; ১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে সূর্য, মর্যাদা-প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই ৫টি রাশির জাতকের


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)