হায়দরাবাদ: ভারতের মাটিতে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচেই চাপে পড়ে গেল বাংলাদেশ। ভারতীয় এ দলের বিরুদ্ধে দু দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শেষে মোটেই ভাল জায়গায় নেই মুশফিকুর রহিমের দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জবাবে দিনের শেষে ভারত এ দলের রান ১ উইকেটে ৯১।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। তার আগে এদিন ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স দেখাতে পারল না বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর (৫৮) ও সৌম্য সরকার (৫২) ছাড়া কেউ বড় রান করতে পারেননি। সাব্বির রহমান (৩৩), লিটন দাস (২৩) ও মাহমুদুল্লাহ কিছুটা লড়াই করেন।

ভারতীয় এ দলের বাঁ হাতি পেসার অনিকেত চৌধুরী মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। দিনের শেষে ক্রিজে প্রিয়ঙ্ক পঞ্চাল (৪০) ও শ্রেয়াস আইয়ার (২৯)। আউট হয়েছেন এ দলের অধিনায়ক অবিনব মুকুন্দ (১৬)।