শেষ ম্যাচে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ এ-কে হারিয়ে ৪-১ একদিনের সিরিজ জিতে নিল ভারত এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2019 12:47 PM (IST)
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত এ দলের দাপট। একদিনের সিরিজ ৪-১ জিতে নিল ভারত এ। শেষ আনঅফিসিয়াল একদিনের ম্যাচে ওপেনার রুতুরাজ গাইকোড়ায় সহ ব্যাটিং টপ অর্ডারের সম্মিলিত পারফরম্যান্সে ভর করে ভারত এ দল আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারাল।
অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত এ দলের দাপট। একদিনের সিরিজ ৪-১ জিতে নিল ভারত এ। শেষ আনঅফিসিয়াল একদিনের ম্যাচে ওপেনার রুতুরাজ গাইকোড়ায় সহ ব্যাটিং টপ অর্ডারের সম্মিলিত পারফরম্যান্সে ভর করে ভারত এ দল আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়া রাহুল চাহার (২/৫৩), তাঁর তুতো ভাইন দীপক ( চাহার (২/৩৯) এবং সেইসঙ্গে পেসার নভদীপ সাইনি (২/৩১)-র দাপটে ওয়েস্ট ইন্ডিজ এ দল প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। এরপর রান তাড়া করতে নেমে দলের ইনিংসের ভিত গড়ে দেন গায়কোয়াড়। কিন্তু মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। অন্য ওপেনার শুভমন গিলও বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৪০ বলে ৬৯ রান করেন। গিলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়। ওপেনিং জুটিতে গায়কোয়াড় ও গিল ১১০ রান যোগ করেন। তিন নম্বরে নেমে শ্রেয়স আয়ারও ৬১ রানের ইনিংস খেলেন। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৩৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বাদশ ওভারে আউট হয়ে যান গিল। জয় থেকে দল যখন মাত্র ১৫ রান দূরে তখন ৯৯ রানে আউট হয়ে যান গায়কোয়াড়। কিমো পলের বলে আউট হন তিনি। তাঁর ৮৯ বলের ইনিংসে ছিল ১১ চার ও তিনটি ছয়। সংক্ষিপ্ত স্কোরকার্ড- ওয়েস্ট ইন্ডিজ এ ২৩৬ (রাদারফোর্ড ৬৫, অ্যাম্ব্রিস ৬১, ;নভদীপ সাইনি ২/৩১,রাহুল চাহার (২/৫৩),দীপক চাহার২/৩৯ ভারত এ ২ উইকেটে ২৩৭ (গায়কোয়াড় ৯৯, গিল ৬৯, শ্রেয়স ৬১; কিমো পল ১/৩৭)