টাউন্সভিল: কোয়াড্রাংগুলার একদিনের সিরিজের ম্যাচে অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডকে ৮৬ রানে হারিয়ে দিল ভারতীয় এ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান করে ভারতীয় এ দল। ওপেনার করুণ নায়ার ৭২ এবং সঞ্জু স্যামসন ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দলটি ৪৬ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের দুই পেসার জয়দেব উনাদকাট এবং ধবল কুলকার্নি তিন উইকেট করে নিয়েছেন। লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল দু উইকেট নিয়েছেন। এই সিরিজে তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে ভারত এ দল। বোনাস পয়েন্ট সমেত ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ভারতীয় দলটি।