লন্ডন: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড, গুগল সিইও সুন্দর পিচাইয়ের পর এবার এই একই ভবিষ্যদ্বাণী করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসি। তাঁর মতে, ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই বড় ম্যাচে ভাল খেলে।  তবে তিনি বাজি ধরছেন ভারতকেই।



শনিবার অজিদের হারিয়ে সেমিফাইনালের লিখন বদলে দিয়েছে প্রোটিয়ারা। লিগের শেষ ম্যাচে হেরে দ্বিতীয় স্থানে নেমেছে অ্যারন ফিঞ্চের দল। সে কারণে তারা প্রতিপক্ষ পেয়েছে ইংল্যান্ডকে। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। প্রোটিয়া অধিনায়কের মতে কিউই দল শেষ তিন ম্যাচ ভাল পারফর্ম্যন্স করতে পারেনি। সেদিক থেকে দেখতে গেলে ইংল্যান্ডের তুলনায় নিউজিল্যান্ড ভারতের কাছে সহজ প্রতিপক্ষ।



শনিবার প্রতিযোগিতা শেষ করে ফাফ বলেন, “আমরা জিতে যাওয়ায় ভারত নিশ্চয়ই খুশি হয়েছে। নিউজিল্যান্ড শেষ তিন ম্যাচ ভাল খেলেনি। সেক্ষেত্রে আমার মনে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড।” তাঁর সংযোজন, ভারত এবং অস্ট্রেলিয়া ২ দলই বড় ম্যাচে পারফর্ম করতে সক্ষম। তবে তিনি এগিয়ে রাখবেন বিরাটদেরই। একই সঙ্গে নিজেদের হতশ্রী পারফর্ম্যান্স নিয়ে ফাফ বলেন, “আমরা ধারাবাহিক ক্রিকেট খেলতে পারিনি। এই প্রতিযোগিতায় আমরা কেউই সেরাটা দিতে পারিনি। আমাদের উচিত দলের মনোবল চাঙ্গা করা এবং নিজের ক্ষমতায় ম্যাচ জেতা।”