আবু ধাবি: সুপার সানডের সুপার মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২'র ম্যাচে নিউজিল্য়ান্ড বনাম আফগানিস্তান দ্বৈরথ। ২ দলেই একাধিক তারকার ছড়াছড়ি। খাতা কলমে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও কুড়ির ফর্ম্যাটে আফগানরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। তাছাড়া চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভাল পারফর্মও করে এসেছে তারা। সেমিফাইনালে ওঠার দরজা বন্ধ হয়ে গেলেও কিউয়ি হারিয়ে অঘটন ঘটাতে প্রস্তুত রশিদরা। আর রশিদরা জয় পেলে শাপে বর হবে ভারতীয় ক্রিকেট দলের জন্য। তাঁরা কিউয়িদের টপকে চলে যাবে সেমিফাইনালে। কারণ রশিদরা জয় পেয়ে গেলে নিউজিল্যান্ড ও ভারতের পয়েন্ট হবে ৬। কিন্তু রান রেটে বিরাটরা অনেক এগিয়ে রয়েছে।
৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পেয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে নিউজিল্য়ান্ড। অন্যদিকে আফগানিস্তান তাদের ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ৫২ রানে জয় পেয়েছে কিউয়িরা। অন্যদিকে ভারতের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে হার হজম করতে হয়েছে আফগানদের। আবু ধাবির এই পিচ ব্যাটারদেরও সাহায্য করবে। কিন্তু খেলা যত এগােবে, ততই পেস বোলাররাও সুবিধে পাবেন। সেক্ষেত্রে আরও একবার টস এই ম্যাচেও বড় ফ্যাক্টর হতে পারে।
টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৪ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। সেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।
সম্ভাব্য একাদশ ২ দলের --
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
আফগানিস্তান: হাজরতউল্লাহ জাজাই, মহম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, করিম জন্নত, গুলবদিন নইব, শারফুদ্দিন আসরফ, রশিদ খান, নবিন উল হক/মুজিব উর রহমন, হামিদ হাসান