নাগপুর: দ্বিতীয় একদিনের ম্যাচে টানটান থ্রিলারে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে চলতি সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।  জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্কাস স্টোয়নিসের শেষপর্যন্ত চেষ্টাকে ভেস্তে গেল ভারতীয় বোলারদের দাপটে। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। হাতে ছিল দুটি উইকেট। সবচেয়ে বড় কথা, উইকেটে ছিলেন জমে যাওয়া স্টোয়নিস (৫২)।কিন্তু স্টোয়নিস ও অ্যাডাম জাম্পাকে আউট করে ভারতের জয় নিশ্চিত করলেন বিজয় শঙ্কর।


শুরুটা ভালো করলেও মাঝের ওভারগুলিতে ভারতীয় স্পিনারদের সামনে সমস্যার মুখে পড়ে অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ফিঞ্চ করেন ৩৭ রান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ৮৩ রানেই। এবার কেদার যাদব তুলে নেন উসমান খোয়াজাকে। তিনি করেন ৩৮ রান। এরপর শন মার্শকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। ১২২ রানে তৃতীয় উইকেট পড়ে। গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি কুলদীপ। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পিটার হ্যান্ডসকোম্ব স্টোয়নিসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ৪৮ রান করে রান আউট হয়ে যান তিনি। ১৭১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর অ্যাশটন ক্যারিকে সঙ্গে নিয়ে দলের স্কোর ২১৮ পর্যন্ত নিয়ে যান স্টোয়নিস। কিন্তু কুলদীপ ক্যারিকে ফিরিয়ে দেন। এরপর বুমরাহ প্যাট কামিন্স ও কোল্টার-নেইলকে ফিরিয়ে দেন।

এর আগে, অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাটের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫১ রানের লক্ষ্যমাত্র রাখে ভারত। নাগপুরের ধীরগতির উইকেটে ১২০ বলে করা ১১৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চারে।  এদিনের ধরে একদিনের ক্রিকেটে ৪০ তম শতরান করলেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে তিনি ৭ বার তিন-অঙ্কের ঘরে পৌঁছলেন।
এদিন জামথায় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দল রানের খাতা খোলার আগেই প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন হয়। শুন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রোহিত শর্মা। শুরুটা ভাল করেও, তা বড় রানে পরিণত করতে ফের ব্যর্থ হন অপর ওপেনার শিখর ধবন। ২১ রান করে আউট হন তিনি।
অধিনায়ক কোহলিকে সঙ্গ দিতে বাইশ গড়ে আসেন অম্বাতি রায়ুডু। তিনি ও ১৮ রানে ফিরে যান। চতুর্থ উইকেটে বিজয় শঙ্করের সঙ্গে ৭৬ রান যোগ করেন কোহলি। অধিনায়ককে দুরন্ত সঙ্গ দিচ্ছিলেন শঙ্কর। কিন্তু ভাগ্যের পরিহাসে ৪১ রানেই থেমে যায় তাঁর ইনিংস। প্রথম বলেই আউট হন আগের ম্যাচে দুর্ধর্ষ পারফর্ম করা মহেন্দ্র সিংহ ধোনি। কিছুটা রান করেন রবীন্দ্র জাডেজা। কিন্তু, এদিন একেবারেই ছন্দে ছিলেন না তিনি। ২১ রান করতে নেন ৪০ বল। শেষদিকে দ্রুত উইকেচ পড়ে যাওয়ায় ৪৮.২ ওভারে ২৫০ রানেই শেষ হয়ে যায় মেন ইন ব্লু-দের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন প্যাট কামিন্স। এদিন ২৯ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন তিনি। অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট। অন্যদিকে, নাথান কুল্টার-নাইল, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান লিয়ঁ নেন একটি করে উইকেট।