বিরাটের অপরাজিত ৫৭, ৬ উইকেটে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
Web Desk, ABP Ananda | 25 Nov 2018 01:17 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
সিডনি: বিরাট কোহলির অধিনায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। বৃষ্টির জন্য দ্বিতীয় ম্যাচ ভেস্তে না গেলে হয়তো সিরিজ জিততেও পারতেন বিরাটরা। তবে সেটা না হলেও, আজকের জয়ে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস পাবেন ভারতীয় ক্রিকেটাররা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় দল অপরিবর্তিত রাখা হয়। অস্ট্রেলিয়া দলে একটি বদল হয়। জেসন বেহরেনডর্ফের বদলে দলে আসেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৬৪ রান করে। ওপেনার ডি আর্সি শর্ট ৩৩, ফিঞ্চ ২৮ ও অ্যালেক্স কেয়ারি ২৭ রান করেন। ক্রুনাল পাণ্ড্য ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন ভারতের দুই ওপেনার শিখর ধবন (৪১) ও রোহিত শর্মা (২৩)। বিরাট ৬১ রানে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক ২২ রানে অপরাজিত থাকেন। দু’বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৬৮ রান করে ফেলে ভারতীয় দল।