মাউন্ট মাউনগানুই: য়াস্তিকা ভাটিয়ার দুরন্ত অর্ধশতরান ও স্নেহ রানার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর নির্ভর করে বাংলাদেশের (bangladesh) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মিতালি রাজের (mithali raj) নেতৃত্বে মহিলা ক্রিকেট বিশ্বকাপে টাইগার বধ ভারতীয় দলের। ১১০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল ভারতীয় মহিলা ক্রিকেট দল।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ। ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা মিলে ভালই শুরু করেছিলেন। স্মৃতি ৫১ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। অন্যদিকে শেফালি নিজের স্বভাবচরিত মেজাজে চালিয়েই খেলছিলেন। তিনি ৪২ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ২ জনেই তাঁদের অর্ধশতরানের সুযোগ মিস করলেও য়াস্তিকা ভাটিয়া ৮০ বলে ৫০ রানের ইনিংস খেলেন। ২ টো বাউন্ডারি হাঁকান তিনি নিজের ইনিংসে। অধিনায়ক মিতালি রাজ যদিও খাতাই খুলতে পারেননি। তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে হরমনপ্রীত কৌর ১৪, রিচা ঘোষ ২৬ ও পূজা ভাস্ত্রাকার ৩০ রান করেন। শেষ দিকে ২৩ বলে ২৭ রান করেন স্নেহ রানা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। 


জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ওপেনিংয়ে মুর্শিদা খাতুন ১৯ রান করেন। মিডল অর্ডারে কেউই রান পাননি। লোয়ার অর্ডারে কেউই রান পাননি। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় দলের বোলারদের মধ্যে স্নেহ রানা ৪ উইকেট নেন। ২ উইকেট নেন ঝুলন গোস্বামী। ১টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড ও পুণম যাদব। বড় ব্যবধানে জয় পেয়ে সেমির পথে এগিয়ে গেলেন মিতালিরা।