বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 04 Oct 2018 08:15 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: কয়েকদিন আগেই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আজ সেই বাংলাদেশকেই দু’রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। জবাবে ৪৬.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন যশস্বী জয়সওয়াল। সমীর চৌধুরী ও অনুজ রাওয়াত যথাক্রমে ৩৬ ও ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে শামিম হোসেন ৫৯ ও আকবর আলি ৪৫ রান করেন। ভারতের হয়ে মোহিত জ্যাংরা ও সিদ্ধার্থ দেশাই তিনটি করে উইকেট নেন।