চেন্নাই: ৭৫ রান ও ইনিংসে চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ তে জয়ী হল ভারত। রবীন্দ্র জাদেজার বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ইংরেজ ব্যাটসম্যানদের যাবতীয় প্রতিরোধ। সাত ইংরেজ ব্যাটসম্যান তাঁর ঘূর্ণির শিকার হয়েছেন। ২৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নিলেন তিনি। তাঁর ২৫ তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে স্টুয়ার্ট ব্রড ও বলকে আউট করে ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে দেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।


দুরন্ত ট্রিপল সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা করুণ নায়ার।

চা-পানের বিরতির পর জাদেজার বিধ্বংসী বোলিংয়ে চেন্নাই টেস্টে খাদের কিণারায় চলে যায় ইংল্যান্ড। বিরতির পর জাদেজা মইন আলি (৪৪) এবং বেন স্টোকস (২৩) কে ফিরিয়ে দেন। অমিত মিশ্রর বলে আউট হন ডসন। ৭ উইকেটে ইংল্যান্ডের রান তখন ১৯৬। সেখান থেকে আর ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারল না।

চলতি সিরিজের শেষ টেস্টে শেষ তথা পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এদিন গতকালের বিনা উইকেটে ১২ রান হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও কে জেনিংস প্রথম সেশনে ভারতীয় বোলারদের ভালোভাবেই সামলান। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৯৭। বিরতির পর খেলা শুরু হওয়ার এরপরই ইংরেজ শিবিরে প্রথম আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে আউট হন কুক (৪৯)।



এর কয়েক ওভার পরই জেনিংস (৫৪) ফিরিয়ে দেন জাদেজা। এরপর জো রুটকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তিনি। ইংল্যান্ডের ১২৯ রানের মাথায় ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান বেয়ারস্টো। তারপর থেকে চা-পানের বিরতি পর্যন্ত কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। তাদের রান ছিল ৪ উইকেটে ১৬৭।  মইন আলি ৩৮ এবং বেন স্টোকস ১৪ রানে ক্রিজে ছিলেন।

সিরিজের শেষ টেস্ট ম্যাচর নায়ক তিনজন। সিরিজের আগের ম্যাচগুলিতে যেভাবে অধিনায়ক বিরাট কোহলি এবং রবিচন্দ্রণ অশ্বিনরা দাপট দেখিয়েছিলেন।  শেষ টেস্টে নায়কের আসনে রাহুল, করুণ নায়ার ও জাদেজা। লোকেশ রাহুল এক রানের জন্য ডবল সেঞ্চুরি না পেলেও ভারতীয় ইনিংসের ভীত তৈরি করে দিয়ে গেলেন।তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন পার্থিব পটেল। এর পর করুণ নায়ার যেটা করলেন সেটা ইতিহাস। বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।  তাঁর সঙ্গে যোগ্যসঙ্গত দিলেন ব্যাট হাতে অশ্বিন ও জাদেজা।

শেষ দিনটায় বাজিমাত করলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন আরও ৭। সঙ্গে ব্যাট হাতে ঝকঝকে ৫১ রানের ঝোড়ো ইনিংস।

টানা ১৮ টেস্ট জিতে ইতিহাসও তৈরি করে ফেলল কোহলির ভারত।