ভুবনেশ্বর: জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্ব হকি লিগ ফাইনালে ব্রোঞ্জ পেল ভারত। আজ তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ভারতের হয়ে গোল করেন এসভি সুনীল ও হরমনপ্রীত সিংহ। এর আগে ২০১৫ সালে রায়পুরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাতেও ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবারও একই ফল হল।
এদিন চোট ও অসুস্থতার জন্য জার্মানির বেশ কয়েকজন খেলোয়াড় দলে ছিলেন না। ফলে মাত্র ১১ জনকে নিয়ে খেলতে নামে জার্মানি। রিজার্ভ বেঞ্চে কেউ ছিলেন না। তা সত্ত্বেও তারা দারুণ পারফরম্যান্স দেখায়। ভারতকে রীতিমতো লড়াই করে জিততে হয়। ২১ মিনিটে সুনীল ভারতকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে সেই গোল শোধ করে দেন মার্ক অ্যাপেল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ব্রোঞ্জ এনে দেন হরমনপ্রীত।
জার্মানিকে হারিয়ে বিশ্ব হকি লিগে ব্রোঞ্জ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 07:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -