এশিয়ান গেমসে পুরুষদের হকির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭-০ উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda | 20 Aug 2018 09:02 PM (IST)
ফাইল ছবি
জাকার্তা: এবারের এশিয়ান গেমস অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারতের পুরুষ হকি দল। আজ প্রথম ম্যাচে আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে বিধ্বস্ত করল ভারত। হ্যাটট্রিক করলেন সিমরনজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ও মনদীপ সিংহ। দু’টি করে গোল রুপিন্দর পাল সিংহ ও আকাশদীপ সিংহর। একটি করে গোল বিবেক প্রসাদ, অমিত রোহিদাস, এস ভি সুনীল ও হরমনপ্রীত সিংহের। এই ম্যাচে শুরু থেকে শেষপর্যন্ত ভারতেরই দাপট ছিল। গোল লক্ষ্য করে ৪০টি শট নেন ভারতের খেলোয়াড়রা। তার মধ্যে ২৮টি শট ফিল্ড গেম চলাকালীন। সেই শটগুলি থেকে ১০টি গোল হয়। ১১টি পেনাল্টি কর্নার পেয়ে ৬টি গোল করে ভারত। একটি গোল পেনাল্টি স্ট্রোক থেকে। অন্যদিকে, ইন্দোনেশিয়া দল ভারতের গোল লক্ষ্য করে সারা ম্যাচে মাত্র একটিই শট নিতে সক্ষম হয়। তারা একটিও পেনাল্টি কর্নার পায়নি। প্রথম কোয়ার্টারের শেষে শেষে ৫-০ এগিয়েছিল ভারতীয় দল। হাফটাইমে ফল ছিল ৯-০। তৃতীয় কোয়ার্টারের শেষে ১৩-০ এগিয়েছিল ভারত। চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল হয়।