গুয়াহাটি: এশিয়া কাপ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে ভারত ৬-১ গোলে হারিয়ে দিল লাওস-কে। পিছিয়ে পড়েও দুরন্ত জয় পেল ভারত। জোড়া গোল করলেন জেজে। দেশের হয়ে প্রথম গোল করলেন বঙ্গসন্তান মহম্মদ রফিক।

 

এদিন গুয়াহাটির ইন্দীরা গাঁধী স্টেডিয়ামে লাওস-কে নিয়ে এক কথায় ছেলেখেলা করলেন জেজে, সুনীলরা। খেলার গতির বিরুদ্ধেই ১৬ মিনিটে প্রথম গোল করে লাওস। পিছিয়ে পড়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় ফুটবলাররা। ম্যাচের ৪৩ মিনিটে জেজের গোলে সমতায় ফেরে ভারত। এরপরই শুরু হয় গোলের বন্যা। একের পর এক গোল করতে থাকে ভারত। আরও একটি গোল করেন জেজে। এছাড়াও একটি করে গোল করেন এস পাস্সী, এস জিংঘান, রফিক ও এফ কার্ডোজো।

 

প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল ভারত। ফলে এই ম্যাচের পর গোলের গড় হল ভারত-৭, লাওস-১।