কাঠমাণ্ডু: নেপাল সফরে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল ভারতীয় দল। আজ কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ২-১ গোলে জয় পেয়েছে ভারতীয় দল। দুই গোলদাতা ফারুখ চৌধুরী ও অধিনায়ক সুনীল ছেত্রী। নেপালের হয়ে ব্যবধান কমান তেজ তামাঙ্গ। 


আজকের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বিপীন সিংহের পরিবর্তে ফারুখকে নামান ভারতের কোচ ইগর স্টিম্যাচ। এই পরিবর্তন কাজে দেয়। ৬২ মিনিটে দুরন্ত প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন ফারুখ। এগিয়ে যায় ভারতীয় দল। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান সুনীল। ৮৭ মিনিটে নেপালের হয়ে ব্যবধান কমান তেজ তামাঙ্গ।


ভারতীয় দল এই ম্যাচে জয় পেলেও, রক্ষণ নিয়ে চিন্তা রয়েই গিয়েছে। নেপাল এদিন একাধিক সুযোগ পেয়েছিল। ৬৮ ও ৭৪ মিনিটে দু’টি সহজ সুযোগ নষ্ট করে নেপাল। এই সুযোগগুলি থেকে যদি গোল করতে পারতেন নেপালের ফুটবলাররা, তাহলে ভারতীয় দলের জয় পাওয়া কঠিন হত। রক্ষণ ছাড়াও ভারতীয় দলের আরও কিছু সমস্যা আছে। মিডফিল্ডারদের সঙ্গে স্ট্রাইকারদের বোঝাপড়া আরও ভাল করতে হবে। স্ট্রাইকারদের আরও সজাগ থাকতে হবে। গোলের সুযোগ নষ্ট করলে হবে না।


এবারের নেপাল সফরে প্রথম ম্যাচে একেবারেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি সুনীল ছেত্রীরা। আজকের ম্যাচে অবশ্য আগের ম্যাচের তুলনায় কিছুটা ভাল খেলেছে ভারতীয় দল। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে সুনীল, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের।


এদিন ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন অমরিন্দর সিংহ, প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিঙ্গলেসানা সিংহ, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, লালেঙ্গমাইয়া, বিপীন সিংহ, রহিম আলি, মনবীর সিংহ ও সুনীল ছেত্রী। প্রথমার্ধ শেষ হওয়ার পর বিপীনের বদলে মাঠে নামেন ফারুখ। ৬৬ মিনিটে মনবীরের বদলে মাঠে নামেন সুরেশ সিংহ। ৭৮ মিনিটে রহিমের বদলে মাঠে নামেন গ্ল্যান মার্টিনস।