নেপিয়ার:  জয় নিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল ভারত। বুধবার নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৮ উইকেটে হারিয়ে দিল মেন ইন ব্লু ব্রিগেড।
এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৮ ওভারেই ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ওভারেই ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি। তুলে নেন মার্টিন গাপ্টিলকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা।
এক এক করে আউট হন মুনরো, রস টেলর, লাথাম, নিকলস, স্যান্টনার। অন্য প্রান্তে তখন একা লড়াই চালান অধিনায়ক উইলিয়ামসন। ৭টা চার সহ ৮১ বলে করেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ টেলর (২৪)।
অন্যদিকে, এদিন নেপিয়ারের মাঠেও ঘুর্ণির ভেল্কি দেখান মেন ইন ব্লু-র স্পিনাররা। এদিন বিপক্ষের সাত উইকেট স্পিনারদের দখলেই আসে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুলদীপ যাদব। ৩৯ রানে চার উিকেট দখল করেন তিনি। যুযবেন্দ্র চাহল নেন ২টি এবং কেদার যাদব নেন একটি উইকেট। ১৯ রানে ৩ উইকেট দখল করেন মহম্মদ শামি।
নির্ধারিত সময়ের আগেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ব্যাট করতে নেমে পড়ে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন ধীরে সুস্থে শুরু করেন। নৈশভোজের বিরতির সময় বিনা উইকেটে ভারতের স্কোর ছিল ৪১। এরপর খেলা শুরু হতেই ছন্দপতন ঘটে ভারতের। দ্বিতীয় বলেই আউট হন রোহিত।
এরপর, মাঝে সূর্যের অবস্থানের জন্য ব্যাটসম্যানদের অসুবিধে হওয়ায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। এর ফলে, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য হয় ৪৯ ওভারে ১৫৬ রান। কোহলি ও ধবন দুজনে মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ব্যক্তিগত ৪৫ রানে আউট হন অধিনায়ক। তখন ভারত জয়ের থেকে ২৪ রান দূরে। বাকি কাজটা সেরে অম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে সেরে নেন ধবন।
এদিন ধবন ৭৫ রানে অপরাজিত থাকেন। খেলেছেন ১০৩টি বল। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চারে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারচ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।