প্রভিডেন্স: মহিলাদের কুড়ির বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দিন ভারতের প্রমীলা বাহিনী। এদিন গ্রুপ-বি’র ম্যাচে টসে জিতে প্রথমে বিপক্ষকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে স্কোরবোর্ড সচল হওয়ার আগেই প্রথম উইকেটের পতন হয় পাকিস্তানের। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে মাত্র ১৩৩ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। এর মধ্যে ১০৫ রান করেন বিসমাহ মারুফ ও নিদা দার। দুজনই অর্ধশতরান করেন। বলা যেতে পারে, এই দুজনই ভারতীয় বোলারদের সামলাতে পেরেছেন। মারুফ ও নিদা যথাক্রমে করেন ৫৩ ও ৫২ রান। চতুর্থ উইকেটে দুজনে ৯৩ রান যোগ করেন। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট সংগ্রহ করেন হেমলতা ও পুনম। রান তাড়া করতে নেমে শুরুটা দারুন করেন দুই ওপেনার মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা। এদিন ফের একটি অর্ধশতরান উপহার দেন মিতালি। মান্ধানা করেন ২৬। প্রথম উইকেটে ওঠে ৭৩ রান। জেমাইমা করেন ১৬। বাকি কাজটা বেদা কৃষ্ণমুর্তিকে নিয়ে সেরে ফেলেন অধিনায়ক। এই জয়ের ফলে গ্রুপে ২ ম্যাচে ২টিতেই জয় পেল ভারতীয় প্রমীলারা। এর আগে, নিউজিল্যান্ডকে হারিয়েছিল উইমেন ই ব্লু-রা।