এই ম্যাচে শুরু থেকেই ভারতের দাপট ছিল। সাত মিনিটেই শিবম আনন্দের গোলে এগিয়ে যায় ভারত। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান দিলপ্রীত সিংহ। দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট অব্যাহত ছিল। ৪৬ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন নীলম সঞ্জীপ জেস। ৬৩ মিনিটে পাকিস্তানের পক্ষে ব্যবধান কমান আমজাদ আলি খান। তবে তাতে ভারতের জয় পেতে কোনও সমস্যা হয়নি।
আগামীকাল ফাইনালে আয়োজক দেশ বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-৪ গোলে হেরে গিয়েছিল ভারত। ফাইনালে সেই হারের বদলা নেওয়ার সুযোগ দিলপ্রীত, নীলমদের কাছে।