ঢাকা: সীমান্তে উত্তেজনার মধ্যেই খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় দল। আজ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ গোল উড়িয়ে দিল ভারত। দু দেশের কূটনৈতিক ও সামরিক লড়াইয়ের পরিপ্রেক্ষিতে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। পাকিস্তানকে হারানোর জন্য ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।


 

এই ম্যাচে শুরু থেকেই ভারতের দাপট ছিল। সাত মিনিটেই শিবম আনন্দের গোলে এগিয়ে যায় ভারত। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান দিলপ্রীত সিংহ। দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট অব্যাহত ছিল। ৪৬ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন নীলম সঞ্জীপ জেস। ৬৩ মিনিটে পাকিস্তানের পক্ষে ব্যবধান কমান আমজাদ আলি খান। তবে তাতে ভারতের জয় পেতে কোনও সমস্যা হয়নি।

আগামীকাল ফাইনালে আয়োজক দেশ বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-৪ গোলে হেরে গিয়েছিল ভারত। ফাইনালে সেই হারের বদলা নেওয়ার সুযোগ দিলপ্রীত, নীলমদের কাছে।