জোহানেসবার্গ:একদিনের সিরিজে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজও জয় দিয়ে শুরু করল ভারত।


রবিবার, প্রথম ম্যাচে প্রোটিয়াদের ২৮ রানে হারিয়ে দিল মেন ইন ব্লু-রা। প্রথম ব্যাটিং করে এদিন ২০৩ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে, ১৭৫ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার লড়াই।  ভারতের এই জয়ে বড় অবদান রাখেন ওপেনার শিখর ধবন এবং পেস বোলার ভূবনেশ্বর কুমার।


এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, ইনিংসের মাঝামাঝি থেকে ধস শুরু হয়। একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১২৯ রান ছিল। সেখান থেকে ১৭৫ রানেই গুটিয়ে যায় তারা। একমাত্র ওপেনার হেন্ডরিক্স (৫০ বলে ৭০) ছাড়া কেউই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।


পরের দিকে বেহারদিন (২৭ বলে ৩৯) কিছুটা চেষ্টা করলেও, তা যথেষ্ট ছিল না।  অন্যদিকে, ভারতের হয়ে দুরন্ত বোলিং করলেন ভূবনেশ্বর কুমার। এদিন মাত্র ২৪ রানের বিনিময়ে বিপক্ষের পাঁচ উইকেট তুলে নেন তিনি। একটি করে উইকেট পান জয়দেব উনাদকট, হার্দিক পাণ্ড্য ও যুযবেন্দ্র চহাল।


এর আগে, টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক জাঁ পল ডুমিনি। এদিন ভারতের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার ধবন। ৩৯ বলে ১০টি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ৭২ রান করলেন শিখর ধবন। আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। রোহিত শর্মা (৯ বলে ২১) ও বিরাট কোহলি (২৬) শুরুটা ভাল করেও, বড় রান করতে ব্যর্থ হন। মণীশ পাণ্ডে ২৯ রানে অপরাজিত থাকেন। দীর্ঘদিন পরে দলে ফেরা সুরেশ রায়না ৭ বলে ১৫ রান করেন।


একদিনের সিরিজ সহজেই জেতার পর টি-২০ সিরিজের শুরুটাও ভারতীয় দল ভালভাবেই করল। আজ ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হয়েছে। অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান রায়না দীর্ঘদিন পরে দলে ফিরেছেন। মণীশ, জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমারও দলে ফিরেছেন। ষষ্ঠ একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না কুলদীপ যাদব।


ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।






দক্ষিণ আফ্রিকা দল- জে জে স্মুটস, রিজা হেনড্রিকস, জিঁ পল ডুমিনি (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিন, হেইনরিখ ক্লাসেন, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, ডেন প্যাটারসন, জুনিয়র ডালা ও তাবরিজ শামসি।