কলম্বো: আয়োজক দেশ শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে ভারত। জবাবে ৪৮.৪ ওভারে ২৩৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ভারতের জয়ের নায়ক হিমাংশু রানা (৭১), শুবমন গিল (৭০)। ইনিংসের সুবাদে বড় রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে একসময় ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ১০ ওভারে মাত্র ৪৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ভারতের অধিনায়ক অভিষেক শর্মা ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। লেগস্পিনার রাহুল চাহার ২২ রানে ৩ উইকেট নেন।