বেঙ্গালুরু: সাইনা নেহওয়াল না পিভি সিন্ধু, অদূর ভবিষ্যতে ভারতের কোন শাটলার বিশ্বসেরা হবেন সে বিষয়ে দুই মেরুতে প্রকাশ পাড়ুকোন ও বিমল কুমার। প্রাক্তন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পাড়ুকোনের মতে, আর কিছুদিন পরেই বিশ্বের এক নম্বর শাটলার হতে পারেন সিন্ধু। কিন্তু সাইনার কোচ বিমলের দাবি, এই দুই শাটলারই আগামী ৫-৭ বছর বিশ্ব ব্যাডমিন্টন শাসন করতে পারেন।


তরুণ অ্যাথলিটরা যাতে অলিম্পিকে সোনা জয়ের জন্য তৈরি হতে পারেন, তার জন্য প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির হয়ে পাড়ুকোন বলেছেন, ‘সিন্ধু অবশ্যই এক নম্বর হতে পারে। এটা ওর নিজের এবং কোচ পুল্লেলা গোপীচাঁদের উপর নির্ভর করছে। ওরা যদি ঠিকমতো পরিকল্পনা করে খেলা, পর্যাপ্ত বিশ্রাম এবং অনুশীলন চালিয়ে যায়, তাহলে সিন্ধুর এক নম্বর হওয়া সময়ের অপেক্ষা। সিন্ধু ভাল খেলোয়াড়, বিশ্বের সব শাটলারকে হারিয়েছে। ওর বয়সও কম। তাই আরও পাঁচ-ছয় বছর ভাল খেলার আশা আছে।’

বিমল অবশ্য বলেছেন, ‘সিন্ধু সাইনাকে টপকে এক নম্বর হতে পারবে কি না, সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। তবে সিন্ধু ও সাইনার লড়াই জমবে। আগামী পাঁচ থেকে ছয় বছর ব্যাডমিন্টন বিশ্ব শাসন করতে পারে এই দু জন। সাইনা চোট সারিয়ে ছন্দে ফিরছে। ও যদি জয়ের ধারা বজায় রাখতে পারে, তাহলে ফের বড়মাপের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে। সেটাই আমি চাইছি।’

সাইনা ও সিন্ধু দু জনেই অলিম্পিকে পদক জিতেছেন। তবে সম্প্রতি চোট-আঘাতের জন্য পিছিয়ে পড়েছেন সাইনা। অন্যদিকে, পাড়ুকোনের মতে রিও অলিম্পিকের পরে আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে সিন্ধুকে। তিনি অনেক খোলামনে খেলছেন। ফলে এই হায়দরাবাদি শাটলারের ভবিষ্যৎ উজ্জ্বল।