কলম্বো: প্রথম ম্যাচের হারের মধুর বদলা নিল ভারত। ফিরতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে জিতে লিন রোহিত-ব্রিগেড। এদিন রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু-দের। এদিন ফের ব্যর্থ হন রোহিত শর্মা। ১১ রান করেই ধনঞ্জয়ের বলে ফিরে যান তিনি। দলের রান তখন ১৩। ২২ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ফের ধনঞ্জয়। এবার তাঁর শিকার শিখর ধবন (৮)।


লোকেশ রাহুল ও সুরেশ রায়না মিলে ইনিংস টানতে থাকেন। দুর্ভাগ্যবশত, হিট উইকেট হন রাহুল (১৮)। ফর্মে ছিলেন রায়না। যদিও বড় রান করতে ব্যর্থ হন তিনি। (১৫ বলে ২৭)। অপরাজিত থেকে দলকে জয়ের বৈতরণী পার করেন মণীশ পাণ্ডে (৩১ বলে ৪২) এবং দীনেশ কার্তিক (২৫ বলে ৩৯)।


ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফিরতি ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখল শ্রীলঙ্কা। সোমবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।


প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে লঙ্কাবাহিনী। প্রথম ১০ ওভারে৪  ওঠে ২ উইকেটের বিনিময়ে ৯৪ রান। শ্রীলঙ্কার হয়ে এদিন ভাল রান করেন ওপেনার কুসল মেন্ডিস। ৫৫ রান (৩৮ বল) করেন তিনি। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।


সেই সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা হয়ত ২০০-র কাছাকাছি রান করে ফেলবে। কিন্তু, এখান থেকে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। পরের ৯ ওভারে ওঠে মাত্র ৫৮ রান। খোয়া যায় ৭ উইকেট।



মেন্ডিস আউট হতেই শ্রীলঙ্কার রান তোলার গতিও স্লথ হয়ে পড়ে। দলের আর কোনও ব্যাটসম্যান তেমন প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে, ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন শার্দুল ঠাকুর। ২৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট দখল করেন জয়দেব উনাদকত, যুযবেন্দ্র চহাল এবং নবাগত বিজয় শঙ্কর।


প্রসঙ্গত, এদিন ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফিরতি ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। বৃষ্টিতে প্রায় এক-ঘণ্টা সময় নষ্ট হওয়ায় ম্যাচটি ১৯ ওভারে নামিয়ে আনা হয়েছে। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। ঋশভ পন্তের জায়গায় প্রথম এগারোয় জায়গায় পেয়েছেন লোকেশ রাহুল।


অন্যদিকে, শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন করা হয়েছে। স্লো ওভার রেটের জন্য অধিনায়ক দীনেশ চান্দিমল এক ম্যাচ সাসপেন্ড হওয়ায় দলে ঢুকেছেন সুরঙ্গ লাকমল। দলের অধিনায়কত্বের ভার গিয়েছে থিসারা পেরেরার কাঁধে।


এদিনের ম্যাচটি দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ, উভয় দলই দুটি করে ম্যাচ খেলে একটি জিতেছে একটি হেরেছে। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কাবাহিনীর কাছে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার তৃতীয় দল বাংলাদেশকে হারায় ভারত। আবার শনিবার, বাংলাদেশের কাছে হারে শ্রীলঙ্কা।