শ্রীলঙ্কাকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 10 Feb 2017 11:05 PM (IST)
হায়দরাবাদ: দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-ইংল্যান্ডের লড়াইয়ে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে রবিবার ফাইনাল খেলবে ভারত। এদিন সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ১৭৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। জে প্রকাশ মাত্র ৫২ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন। অজয় কুমার রেড্ডি ৫১ রানে অপরাজিত থাকেন।