নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রথম একাদশ বাছাই এবং বিভিন্ন সিদ্ধান্ত অনেক ক্রিকেট বিশেষজ্ঞকেই বিস্মিত করেছে। সে বিদেশের মাটিতে সফল ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে দলের বাইরেই রাখা হোক বা দ্বিতীয় টেস্টে প্রথম ম্যাচের সবচেয়ে সফর বোলার ভূবনেশ্বর কুমারকে ড্রেসিংরুমে রেখেই মাঠে নামা বা চলতি টেস্টের চতুর্থ দিন দলের দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেটের পতনের পর রোহিত শর্মাকে ব্যাটিং করতে না পাঠানো। কঠিন পরিস্থিতিতে পার্থিব পটেলকে ব্যাট করতে পাঠানো নিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর তাঁর অসন্তোষের কথা গোপন করেননি।
এ ব্যাপারে গাওস্কর পরিহাসের সুরে বলেছেন, প্রথম টেস্টের দল বাছাই, তারপর দ্বিতীয় টেস্টের দল বাছাই ও অন্যান্য যে সিদ্ধান্ত এই টিম ম্যানেজমেন্ট নিচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে চিন্তাভাবনাটাই একেবারে অন্য ধরনের। এ ব্যাপারে আমরা কেউ আঙুল তুলতে পারি না। ভারতীয় ক্রিকেটের সঙ্গে আমরা যারা যুক্ত তাঁদের শুধু প্রার্থনা করা উচিত যে, টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিচ্ছে, তা যেন কাজে লেগে যায়।
সবমিলিয়ে গাওস্করকে খুবই হতাশ দেখিয়েছে। তিনি এ ব্যাপারে কথা বলতে গিয়ে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কথা স্মরণ করেছেন। গাওস্কর বলেছেন, যদি ধোনি অবসর না নিত।
টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ধোনি চাইলে খেলতেই পারত। কিন্তু এটা পরিষ্কার যে, ওর ওপর অধিনায়কত্বের চাপটা বেশি ছিল। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ওর অন্তত উইকেটরক্ষক হিসেবে দলে থাকা উচিত ছিল। কারণ, ড্রেসিংরুমে ওর পরামর্শ মূল্যবান। হয়ত ধোনি ভেবেছিল যে, ওর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়াটাই ঠিক মনে হয়েছিল।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন কার্যত হার বাঁচাতে লড়াই করতে হবে ভারতকে। জয়ের জন্য ২৮৭ রান তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। প্যাভিলিয়নে ফিরে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন অধিনায়ক কোহলিও।