নয়াদিল্লি: অতীতে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়া যেভাবে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট শাসন করেছিল ঠিক সেভাবেই ভারতীয় দলও এক নম্বর হয়ে উঠবে এবং সেই জায়গা ধরে রাখতে পারবে বলে আশা করছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে বলেছেন, কোহলি নতুন ধারা শুরু করেছেন। টেস্টে এক নম্বর হওয়ার পর দীর্ঘদিন এই জায়গা ধরে রাখবে ভারত।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে লক্ষ্মণ বলেছেন, ‘ভারত তিনটি ভাল দলের বিরুদ্ধে টেস্ট খেলতে চলেছে। তিনটি সিরিজই জিততে পারলে ভারত টেস্টে এক নম্বর হয়ে যাবে। ভারতের বর্তমান দলের বেশিরভাগ সদস্যই তরুণ। তাঁদের বিদেশে খেলার অভিজ্ঞতাও আছে। ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি, বিদেশে বিভিন্ন আবহাওয়া, পরিস্থিতিতে বিভিন্ন দলের বিরুদ্ধে খেললে অলরাউন্ড ক্রিকেটার হয়ে ওঠা যায়। তাই আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট শাসন করতে পারবে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের প্রথম টেস্টে ভারতের পাঁচ বোলার নিয়ে খেলা উচিত বলেই মনে করেন লক্ষ্মণ। ওপেনার হিসেবে তাঁর পছন্দ মুরলী বিজয় ও লোকেশ রাহুল। তিন নম্বরে চাইছেন চেতেশ্বর পূজারাকে। লক্ষ্মণের মতে, ভারতীয় দল ঠিক সময়ে ফর্মের শিখরে উঠছে। ব্যাটিং, ফিল্ডিং, স্পিন বোলিং, পেস বোলিং সহ সব বিষয়েই ভারতীয় দল দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। কোহলি অত্যন্ত ভাগ্যবান যে এই দল পেয়েছেন। অধিনায়ক নিজেও অসাধারণ খেলছেন। তিনি অনেকের কাছেই অনুপ্রেরণা।
বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার প্রশংসা করে তাঁকে এই মুহূর্তে দেশের সেরা উইকেটকিপার বলেছেন লক্ষ্মণ। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ সফরে যেভাবে ব্যাট করেছেন ঋদ্ধিমান, সেভাবে ভবিষ্যতেও ব্যাটিং করতে পারলে তাঁর এবং দলের পক্ষে খুব ভাল হবে।
ভারত দীর্ঘদিন টেস্ট ক্রিকেট শাসন করতে পারবে, আশায় লক্ষ্মণ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Sep 2016 09:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -