দুবাই: প্রথম টেস্টে ইনিংসে জয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টেও যদি জয়ের ধারা ধরে রাখতে পারে টিম বিরাট কোহলি, তাহলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছনোর পথ খুলে যাবে ভারতের সামনে।


এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জেতে ভারত এবং একইসঙ্গে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ড্র হয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা ১-০ বা তার অধিক ব্যবধানে জেতে, তাহলে ভারত পরবর্তী টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাবে।

আইসিসি জানিয়েছে, ভারতের এই অগ্রগতিকে রুখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ বা তার বেশি ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। একইসঙ্গে, পাকিস্তানের বিরুদ্ধেও ইংল্যান্ডকে জিততে হবে।

এদিকে, র‌্যাঙ্কিংয়ের বিচারে বছরের (২০১৫-১৬) সেরা টেস্ট দল নির্বাচিত হওয়ার জন্য এদিনই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘দণ্ড’ (সম্মানসূচক ছড়ি) গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। একইসঙ্গে প্রাইজ মানি হিসেবে পেলেন ১ মিলিয়ন মার্কিন ডলার।