সিলেট: তাইল্যান্ডকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2022) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। ৭৪ রানের বিশাল ব্যবধানে তাইল্যান্ডকে সেমিফাইনালে পরাজিত করে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দল। শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিরুদ্ধে এরপর ফাইনালে মুখোমুখি হবে ভারত। যেই ফাইনালে উঠুক না কেন, সেই দলের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামবে ভারতীয় দল, আগেভাগেই জানিয়ে দিলেন হরমনপ্রীত। পাশাপাশি ভারতীয় অধিনায়ক ভূয়সী প্রশংসায় ভরালেন দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাকেও (Deepti Sharma)।
দীপ্তির প্রশংসা
গোটা এশিয়া কাপ জুড়েই বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন দীপ্তি। সেমিফাইনালেও তাঁর দাপট অব্যাহত রইল। নিজের নির্ধারিত চার ওভারে মাত্র সাত রান খরচ করে তিনটি উইকেট নেন দীপ্তি। এর সুবাদে এশিয়া কাপে সাত ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ফেললেন ভারতীয় অফস্পিনার। ম্যাচের পর সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেন, 'ও (দীপ্তি) যে কোনও পরিস্থিতিতেই বল করতে সবসময় রাজি থাকে। দলে এমন একজন বোলার থাকলে স্বাভাবিকভাবেই দলের মনোবল বেড়ে যায়। প্রতি ম্যাচে ১৫০-র আশেপাশে রান করাটাও দলকে আত্মবিশ্বাস প্রদান করে। ফাইনালে আমাদের বিপক্ষে যেই খেলুক না কেন, নির্দিষ্ট পরিকল্পনা করেই আমরা মাঠে নামব।'
পার্টনারশিপের গুরুত্ব
এতদিন ব্যাট হাতে ভারতীয় দল প্রথমে ১৪৮ রান করে। স্মৃতি ব্যর্থ হলেও আরেক ওপেনার শেফালি ভার্মা ২৮ বলে ৪২ রান করেন। এরপর ভারতের হাল ধরেন হরমনপ্রীত ও জেমাইমা। হরমন ৩৬ ও জেমাইমা ২৭ রান করেন। দুইজনে তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করেন। ম্যাচের নিরিখে এই পার্টনারশিপ ভীষণই জরুরি ছিল বলে মেনে নিচ্ছেন ভারতীয় অধিনায়ক। 'তাইল্যান্ড আজ দারুণ বল করেছে। আমাদের সহজে রানই করতে দেয়নি ওরা। তবে আমরাও মন্দ ব্যাটিং করিনি। ওই পার্টনারশিপটা (হরমনপ্রীত ও জেমাইমার) আমাদের বোর্ডে লড়াই করার মতো রান খাড়া করতে সাহায্য করে।' মত হরমনের।
বিগত দুই ম্যাচে হালকা চোটের কারণে হরমনপ্রীত খেলতে পারেননি। তবে এই ম্য়াচে একাদশে ফিরেই গুরুত্বপূর্ণ সময়ে দারুণ একটি ইনিংস খেলেন তিনি। তাঁর নিজের আত্মবিশ্বাসের জন্যও যে এই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল, তা একবাক্যে মেনে নিচ্ছেন হরমনপ্রীত। ফাইনালেও নিশ্চয়ই নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন হরমন। ১৫ অক্টোবর এশিয়া কাপের ফাইনালে নামবে ভারতীয় দল।