মুম্বই: আর মাত্র দিন দশেক বাকি, তারপরেই মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় দল। দেড় দশক আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে এখনও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বখেতাব অধরা। এই বিশ্বকাপে সেই অপেক্ষার অবসান হবে কি না, সেইদিকে সকলেরই নজর রয়েছে। তবে বিশ্বকাপ শুরুর আগেই এক বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।


বিরাট, রোহিতদের বিদায়?


শাস্ত্রীর মতে এই বিশ্বকাপের পরেই ২০০৭ সালের মতো ভারতীয় দলে আমূল বদলের সম্ভাবনা রয়েছে। সম্ভবত এই বিশ্বকাপ শেষেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানাবেন। তিনি বলেন, 'এই বিশ্বকাপে যাই হোক না কেন, আমার মনে হয় টুর্নামেন্টের পরে ভারতীয় দলে আমূল বদল ঘটবে। এক সম্পূর্ণ নতুন দলকে আমরা দেখতে পাব। ঠিক যেমন ২০০৭ সালে হয়েছিল। (সচিন) তেন্ডুলকর, (রাহুল) দ্রাবিড়, (সৌরভ) গঙ্গোপাধ্যায়, কেউই ছিল না সেই দলে। (মহেন্দ্র সিংহ) ধোনি দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতান। অনেকটা তেমনই এই বিশ্বকাপের পরেও হতে পারে। ওরা (রোহিত, বিরাট, দীনেশ কার্তিক) যে আর এই ফর্ম্যাটে খেলার যোগ্য নয়, তেমনটা নয় কিন্তু। তবে বাকি দুই ফর্ম্যাটে দলের ওদের বেশি প্রয়োজন। পরের বছরেই আরেকটি বিশ্বকাপ (৫০ ওভারের) হবে। তাই তার আগে ওদের কাঁধে অত্যাধিক বোঝা চাপিয়ে দেওয়ার মানে হয় না।'


অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা


পাশাপাশি শাস্ত্রীর মতে এই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিংই দলকে কাপ জেতাতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশে ভারতীয় ব্যাটারদের রেকর্ডই তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। 'এই ভারতীয় দল অস্ট্রেলিয়ায় দারুণ পারফর্ম করেছে। ওই পিচগুলি ভারতের ব্যাটারদের খেলার সঙ্গে মানানসই। কোনও দলের ব্যাটিং যদি শক্তিশালী হয়, তার বোলিং ও ফিল্ডিং যেমনই হোক না কেন, সেই দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েইছে। সেমিতে পৌঁছে ভাল ব্যাট করলে যে কোনও দলকে হারানো সম্ভব। ভারত বিগত পাঁচ-ছয় বছরে চার-পাঁচ বার অস্ট্রেলিয়া সফর করেছে। এই অভিজ্ঞতাটাই আসন্ন বিশ্বকাপে দলকে অনেকটাই সাহায্য করবে।' দাবি শাস্ত্রীর।


আরও পড়ুন: পারথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অশ্বিনের দাপট, জিততে ভারতের দরকার ১৬৯ রান