ব্রিসবেন: মঙ্গলবার গাব্বার মাঠে ইতিহাস তৈরি করলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমবার এই মাঠে জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয় বর্ডার-গাওস্কর ট্রফি রইল ভারতের দখলে। বিরাট কোহলির নেতৃত্বে গতবার সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে।


গাব্বায় এদিন ম্যাচ ও সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে উঠে এল ভারত৷ অন্যদিকে সিরিজ হেরে তিন নম্বরে অস্ট্রেলিয়া ৷ ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ভারতীয় দলের জন্য পাঁচ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিসিআই ৷



গাব্বায় সূর্যোদয়। চোট-আঘাত জর্জরিত ভাঙা টিম নিয়ে ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল রাহানের টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে ৩২৮ রানের টার্গেট তাড়া করে অবিশ্বাস্য জয়। সিরিজ জয় ২-১ এ। এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের। এদিন প্রথমেই রোহিতের উইকেট হারায় ভারত। কিন্তু, শুভমন গিলের নিখুঁত ব্যাটিং আর পূজারার ডিফেন্স মসৃণ পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে। ৯১-এ গিলকে ফেরান লিয়ঁ। হ্যাজেলউডের একের পর এক বাউন্সার সামলে দূর্ভেদ্য ডিফেন্স গড়ে তোলেন পূজারা। অন্যপ্রান্তে রাহানে যখন আগ্রাসী হতে শুরু করেন, তখনই তাঁকে তুলে নেন কামিন্স। এরপর, পূজারার সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তোলেন ঋষভ। অর্ধশতরান করে পূজারা ফেরার পর যোগ দিলেন ওয়াশিংটন। রঙ বদলালো শেষ ঘণ্টায়। ঝড় তুললেন ঋষভ। নির্ভীক ক্রিকেট খেলে অলৌকিক জয় এনে দিলেন রাহানেদের। তাঁর ব্যাটে এল ৮৯ রান। গাব্বায় এত বেশি রান তাড়া করে এর আগে কোনও দল জেতেনি ৷ এর আগে গাব্বায় সবচেয়ে বেশি রান তাড়া করে জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের৷ ১৯৫১ সালে ২৩৬ রান করে জিতেছিল ক্যারিবিয়ানরা ৷





এই জয়ের ফলে ৪৩০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে উঠে এল ভারত৷ ৪২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড ৷  আর ৩৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া ৷ ৬৯.২ শতাংশ ম্যাচ জিতেছে তারা ৷