পোর্ট এলিজাবেথ: ‘আতঙ্কের মাঠ’ পোর্ট এলিজাবেথে ইতিহাস রচনা করল ভারত। মঙ্গলবার চলতি একদিনের সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে দুরন্ত জয় পেল মেন ইন ব্লু-রা। এরসঙ্গেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৪-১ ব্যবধানে দখল করল বিরাট-বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনও ফর্ম্যাটে এটিই ভারতের প্রথম সিরিজ জয়।
টসে জিতে এদিন ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুরুটা ভাল করলেও ৩৪ রানে আউট হয়ে ফেরেন শিখর। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভালই এগোচ্ছিলেন ক্যাপ্টেন কোহালি। কিন্তু, ৩৬ রানের মাথায় রান আউট হয়ে ফিরতে হল তাঁকে। কিন্তু, এদিন টিম ইন্ডিয়ার ইনিংসের ভিত গড়ে দেন রোহিত। সমালোচনার জবাবে সহজাত রো-হিট। পোর্ট এলিজাবেথ-মিথ উড়িয়ে কেরিয়ারের ১৭ নম্বর শতরানটি করলেন রোহিত। ১১৫ রানের ইনিংস সাজানো ১১ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। কিন্তু, রোহিত ফেরার পর বিশেষ কিছু করে উঠতে পারেনি লোয়ার অর্ডার। ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ তোলে বিরাট ব্রিগেড।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে প্রোটিয়া ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্করাম ও আমলা। মার্করামকে ফেরান বুমরাহ। দুমিনি ও ডি’ভিলিয়ার্সকে তুলে নেন পাণ্ড্য। চাহলের বলে বোল্ড মিলার। কিন্তু, ব্যাট হাতে অসাধারণ ইনিংস আমলার। ৭১ রানে তিনি ফেরার পর আর দাঁড়াতে পারেনি প্রোটিয়া ব্যাটিং। চার উইকেট নিয়ে ফের চমক কুলদীপের। ২০১ রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। ৭৩ রানে জয় ভারতের। মুঠোয় ওয়ান ডে সিরিজও। এর সঙ্গেই একদিনের র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠে এল ভারত।