শ্রীলঙ্কাকে হারিয়ে যুব টেস্ট সিরিজ ২-০ জিতল ভারতের অনূর্দ্ধ ১৯ দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2018 06:53 PM (IST)
কলম্বো: কলম্বোয় শ্রীলঙ্কা অনূর্দ্ধ ১৯ দলের বিরুদ্ধে যুব টেস্ট সিরিজ ২-০ জিতে নিল ভারতের অনূর্দ্ধ ১৯ দল। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৪৭ রানে শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলকে বিধ্বস্ত করল ভারতের অনূর্দ্ধ ১৯ দল। ফলো অন করতে টেনেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ভারতের বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। যতীন মাঙ্গওয়ানি ও আয়ূষ বাদোনা দুটি করে উইকেট নিয়েছেন। অর্জুন তেন্ডুলকর ও মোহিত জাগান্দা একটি করে উইকেট পান। মিডল অর্ডার ব্যাটসম্যান পবন শাহর রেকর্ড ২৮২ ও আতার্ভ তায়াডের ১৭৭ রানের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিং ৮ উইকেটে ৬১৩ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩১৬ রানে অল আউট হয়ে যায়। ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মোকাবিলা করতে সমস্যার মুখে পড়তে হয় শ্রীলঙ্কার দলকে। তাদের মাত্র তিনজন ব্যাটসম্যানই ২০-র বেশি রান করতে সক্ষম হন। প্রথম যুব টেস্ট ভারত জিতেছিল ইনিংস ও ২১ রানে।