২০২১ টি-২০ বিশ্বকাপ হবে ভারতেই, অস্ট্রেলিয়া পেল ২০২২ সালের সংস্করণ

অস্ট্রেলিয়া চাইছিল, যেহেতু চলতি বছরের টুর্নামেন্ট তারা আয়োজন করতে পারছে না, তাই ২০২১ সালের সংস্করণ তাদের দেওয়া হোক, কিন্তু, বিসিসিআই রাজি ছিল না.....

Continues below advertisement

নয়াদিল্লি: দেশের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ভারতে। শুক্রবার, আইসিসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু, করোনা আতঙ্কে সেই টুর্নামেন্ট পিছিয়ে যায়।

অন্যদিকে, ২০২১ সালের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ভারতেই। সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইছিল, যেহেতু চলতি বছরের টুর্নামেন্ট তারা আয়োজন করতে পারছে না, তাই ২০২১ সালে এই প্রতিযোগিতা তাদের দেওয়া হোক।

কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রাজি ছিল না। ভারত চাইছিল, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এদেশেই হোক। এটাই ছিল এদিনের আইসিসি বৈঠকের মূল আলোচ্য বিষয়বস্তু।

শেষমেশ, ভারতকেই ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্তে শিলমোহর দেয় আইসিসি। বদলে, ২০২২ সালের টি-২০ প্রতিযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে।

পরের বছর অর্থাৎ ২০২৩ সালের ৫০-ওভারে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে ভারতে। এর আগে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ২০১১ সালের বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত।

এদিকে, সেপ্টেম্বরের শেষদিকে সীমিত ওভারের সিরিজের জন্য ভারত সফরে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু, করোনা আবহে সেই সফর পিছিয়ে গেল। জানা গিয়েছে, ওই সফর আগামী বছর হবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola