আমদাবাদ: তাইল্যান্ডকে বিধ্বস্ত করে কবাডি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। একপেশে ফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি তাইল্যান্ড। ভারতের পক্ষে খেলার ফল ৭৩-২০। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইরান।

শুক্রবার প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৮-২২ ফলে হারিয়ে দেয় ইরান। এরপর দ্বিতীয় সেমিফাইনালে পুরোপুরি একতরফা খেলা হয়। ভারতই সারাক্ষণ দাপট দেখায়। এবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। সেটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ফাইনালে ভারতই হট ফেভারিট।