বাংলাদেশকে হারিয়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত
Web Desk, ABP Ananda | 17 Jan 2018 09:41 PM (IST)
আজমান (সংযুক্ত আরব আমিরশাহী): বাংলাদেশকে সহজেই সাত উইকেটে হারিয়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। জয়ের নায়ক গণেশভাই মধুকর। তিনি মাত্র ৬৯ বলে ১১২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করে দেন। শনিবার ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে ২৫৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০৮ রান করে অপরাজিত থাকেন আবদুল মল্লিক। দুর্গা রাও তিনটি এবং দীপক মল্লিক ও প্রকাশ দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটসম্যানদের কোনও সমস্যাই হয়নি। গণেশভাইয়ের শতরানের পাশাপাশি ভাল পারফরম্যান্স দেখান দীপকও। তিনি ৪৩ বলে ৫৩ রান করে চোট পেয়ে অবসৃত হন। নরেশ মাত্র ১৮ বলে ৪০ রান করেন।