পোচেসস্ট্রুম: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মহারণ। কাল, মঙ্গলবার পোচেসস্ট্রুমে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটবিশ্বে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারত। আবার ২০১০ সালের পর থেকে এই টুর্নামেন্টে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে ওঠা নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান শেষ আটের ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে।

টুর্নামেন্টে ছন্দের নিরিখে দুই দল প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। পরিসংখ্যা ঘাঁটলে দেখা যাবে, টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ স্কোর ২৯৭। পাকিস্তানের ২৯৪। চার ম্যাচে ভারতীয় বোলাররা ৪০ উইকেট নিয়েছে। পাক বোলাররা নিয়েছে ৩৯ উইকেট।

দুবছর আগেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শেষ চারে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। শুবমান গিলের সেঞ্চুরির সুবাদে পাক-বধ করেছিল ভারত। পরাজিত সেই পাকিস্তান দলের ক্রিকেটার রোহেল নাজিরই এবার অধিনায়ক।

ভারতের বড় ভরসা ওপেনার যশস্বী জয়সবালের ফর্ম। টুর্নামেন্টে তিনটি হাফসেঞ্চুরি। ব্যাটিং গড় ১০৩.৫। অন্যদিকে বাঁহাতি পাক পেসার তাহির হুসেনও রয়েছে দুরন্ত ছন্দে। দুজনের লড়াই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।

পোচেসস্ট্রুমে প্রায় প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। সেমিফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা ভারতের। গ্রুপ পর্বে বেশি ম্যাচ জেতার সুবাদে সেক্ষেত্রে ভারতই ফাইনালে উঠবে।

উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেতে পারে। কিউরেটরের পূর্বাভাস, খুব বড় রানের লড়াই না-ও দেখা যেতে পারে।

ম্যাচ শুরু: ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে।

কোথায় দেখবেন: স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস ওয়ান হিন্দি