কলকাতা:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার বিষয়ে ফেভারিট ভারত। ফাইনাল ম্যাচের আগে এমনটাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।


আগামী শনিবার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। চলতি টুর্নামেন্টে বয়েজ ইন ব্লু-দের ফর্ম দেখে উচ্ছ্বসীত সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতই জিতবে। বলেন, অনূর্ধ্ব-১৯ দল দারুন খেলছে।


সৌরভের মতে, এই দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যেমন—পৃথ্বী শ, শুভম গিল, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, ঈশান পোড়েল—এরা সকলেই বোর্ডের সিস্টেম থেকে উঠে এসেছে। বোর্ড সদস্যরা ছোট থেকে তাদের তৈরি করেছেন। এদের জন্য সময় নিবেদন করেছেন।


প্রাক্তন অধিনায়ক জানান, সঠিক পরিকাঠামো ও পদ্ধতি না থাকলে ক্রিকেটারদের তৈরি করা যায় না। আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বাদ দিয়ে ভারত বিশ্বের সেরা ক্রিকেটীয় শক্তিতে পরিণত হয়েছে।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অন্যতম ২ সদস্য—ইশান পোড়েল ও কনিষ্ক শেঠের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। তিনি বলেন, ইশান হল সিএবি-র ভিসন ২০-২০ কর্মসূচি থেকে উঠে আসা ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ তো সবে শুরু। ওকে এখন অনেক দূর এগোতে হবে। তিনি আশ্বাস দেন, পোড়েলকে সবরকম সাহায্য করবে সিএবি।