ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ায় বিশ্বকাপের দলে ডাক পান ঋষভ। তিনি প্রথম খেলার সুযোগ পান ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। এরপর আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ। ভবিষ্যতে চার নম্বরে ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন ঋষভ, আশাবাদী যুবরাজ
Web Desk, ABP Ananda | 02 Jul 2019 10:22 PM (IST)
ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ায় বিশ্বকাপের দলে ডাক পান ঋষভ।
নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ সিংহ। ২০১১ বিশ্বকাপের নায়ক ট্যুইট করে বলেছেন, ‘অবশেষে আমরা ভবিষ্যতের জন্য চার নম্বর ব্যাটসম্যান পেয়ে গিয়েছি। ঋষভ পন্থকে ঠিকমতো তৈরি করতে হবে।’