হ্যামিলটন: সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে চার রানে হেরে সিরিজ খোয়াল ভারতীয় দল। নিউজিল্যান্ডের পক্ষে সিরিজের ফল ২-১। বিজয় শঙ্করের ২৮ বলে ৪ দীনেশ কার্তিকের ১৬ বলে অপরাজিত ৩৩ রানও ভারতকে জেতাতে পারল না। হারের জন্য অবশ্য কার্তিকের একটি সিদ্ধান্তও কিছুটা দায়ী। শেষ ওভারের তৃতীয় বলে ক্রুনাল পাণ্ড্য রান নেওয়ার জন্য ছুটে উল্টোদিকের ক্রিজের কাছাকাছি চলে গেলেও, তাঁকে ফেরত পাঠিয়ে দেন কার্তিক। পরের বলে তিনি এক রান নেন। এর ফলে ভারতের ম্যাচ জেতার আশা শেষ হয়ে যায়। শেষ বলে কার্তিক ছক্কা মারলেও, সেটা কাজে লাগেনি।


আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১২ রান করে নিউজিল্যান্ড। কলিন মুনরো ৭২, টিম সিফার্ট ৪৩ ও কলিন ডে গ্র্যান্ডহোম ৩০ রান করেন। কুলদীপ যাদব জোড়া উইকেট নেন।

বড় রান তাড়া করতে নেমে পঞ্চম বলেই শিখর ধবনের (৫) উইকেট হারায় ভারতীয় দল। এরপর দলকে লড়াইয়ে ফেরান বিজয় ও অধিনায়ক রোহিত শর্মা (৩৮)। ঋষভ পন্থ ১২ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হার্দিক পাণ্ড্য ১১ বলে ২১ রান করেন। ক্রুনাল ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ভারত ৬ উইকেটে ২০৮ রান করে।