হায়দরাবাদ: বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট জয় থেকে মাত্র ৫ উইকেট দূরে ভারত। হায়দরাবাদে পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২০২ রান। ক্রিজে মাহমুদুল্লাহ (৫৮) ও সাব্বির রহমান (১৮)। ম্যাচ জিততে গেলে বাংলাদেশকে এখনও ২৫৭ রান করতে হবে। যা খুব কঠিন। ফলে ভারতের জয়ের পাল্লাই ভারী। এই ম্যাচ জিতলে অধিনায়ক হিসেবে টানা ৬টি টেস্ট সিরিজ জিতবে ভারত।
গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩। আজ দিনের শুরুতেই রবীন্দ্র জাডেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান (২২)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।
পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছেন। তবে অশ্বিন ও জাডেজা যেভাবে বল করছেন, তাতে ভারতের জয় সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।
হায়দরাবাদ টেস্ট জিততে ভারতের দরকার ৫ উইকেট
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2017 11:55 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -