দুরন্ত গোলকিপিং গুরপ্রীতের, চিনকে রুখে দিল ভারত
Web Desk, ABP Ananda | 13 Oct 2018 07:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
সুঝাউ: ফিফা র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা চিনকে অ্যাওয়ে ম্যাচে রুখে দিল ভারত। দুরন্ত পারফরম্যান্স দেখালেন গোলকিপার গুরপ্রীত সিংহ সাধুঁ। তিনি কয়েকটি নিশ্চিত গোল বাঁচান। ভারতীয় দলও কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে গোল করতে পারেননি সুনীল ছেত্রী, উদান্তা সিংহরা। জিততে না পারলেও, আজ স্টিফেন কনস্টানটাইনের দলের খেলা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স নতুন আশা জাগিয়ে তুলেছে। আজ ৪-২-৩-১ সিস্টেমে দল সাজান ভারতের কোচ। শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও, ধীরে ধীরে আক্রমণে উঠতে থাকেন সুনীলরা। চিনও পাল্টা আক্রমণ করতে থাকে। তবে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। এরপর ৬৩ মিনিটে দু’টি পরিবর্তন করেন স্টিফেন। উদান্তার বদলে নিখিল পূজারী এবং নারায়ণ দাসের বদলে আনাস মাঠে আসেন। ৮৪ মিনিটে প্রণয় হালদারের বদলে মাঠে আসেন বিনীত রাই চামলিং। শেষদিকে চেপে ধরেছিল চিন। তবে গুরপ্রীতের লড়াইয়ে ভারতের গোলমুখ অক্ষত থাকে।